ভিডিও ওয়েবপোর্টাল ইউটিউবে প্রতিদিন ঢুঁ মারছেন লাখ লাখ ব্যবহারকারী।
নাটক, সিনেমা, গান থেকে শুরু করে বিভিন্ন শিক্ষণীয় উপাদান, হাস্যরসে ভরপুর
ভিডিও, কী নেই এতে! কিন্তু ভিডিও দেখার এ কাজটি আমরা কতটুকু ভালোভাবে করতে
পারি? ইউটিউবে নিজের মতো করে ভিডিও দেখার তেমন কিছু কৌশল আপনাদের
জানােচ্ছি আমি .....
"খন্দকার ইলিয়াস আহমেদ রাসেল"
সময়ভিত্তিক ভিডিও লিংক
কোনো
ভিডিও যদি নির্দিষ্ট কোনো সময় থেকে শুরু হয়, এমনভাবে কারও সঙ্গে
ভাগাভাগি করতে চান, তাহলে চলমান ভিডিওতে ডান ক্লিক করে Copy video URL at
current time অপশনটি নির্বাচন করুন। যখন কেউ ভিডিও দেখার জন্য লিংকটিতে
ক্লিক করবেন, তখন ঠিক ওই সময় থেকে সেটি চালু হবে।
ভিডিও দ্রুত চালু ও বন্ধ করা
যদি
কোনো ভিডিও দ্রুত চালু বা সাময়িক বন্ধ রাখতে চান, তাহলে সবচেয়ে
সুবিধাজনক পদ্ধতি হলো কি-বোর্ডের স্পেসবার চেপে দেওয়া। মাউস দিয়ে প্লে/পজ
বোতামে ক্লিক করার ঝামেলা থেকে বাঁচা যায় এভাবে। স্পেসবারটি পুনরায়
চাপলে ভিডিওটি আবার সেখান থেকে চালু হবে।
সামনে-পেছনে যাওয়া
কোনো
ভিডিও পেছন দিকে টানতে চাইলে কি-বোর্ডের বাঁ তির চিহ্নিত বোতামে ক্লিক
করতে হবে। ভিডিও সামনের দিকে টানতে চাইলে ডান তিরের বোতামটি চাপলেই হবে।
মাউস দিয়ে টানাটানি করার চেয়ে কি-বোর্ড দিয়ে দ্রুতই এ কাজটি করতে
পারবেন।
ভিডিও জমিয়ে রাখা
চলমান
কোনো ভিডিও কিছুটা দেখার পর হয়তো বাকিটা এখন আর দেখতে চাইছেন না—এমনটা
হলে সমস্যা নেই। নিচে ডানে থাকা ঘড়ির চিহ্ন দেওয়া ওয়াচ লেটার আইকনটিতে
নিশ্চিন্তে ক্লিক করুন। এর ফলে একই ভিডিও পরে আবার সেখান থেকেই দেখার জন্য
ইউটিউব সেটি আপনার জন্য সংরক্ষণ করবে। ফলে একই ভিডিও পরে আর খোঁজার
প্রয়োজন পড়বে না। ওয়াচ লেটার চ্যানেল থেকে সেগুলো আবার নিজের সুবিধামতো
সময়ে দেখতে পারবেন।
সম্পর্কযুক্ত ভিডিও বাতিল করা
ভিডিও
দেখা শেষ হলে, মিল আছে এমন আরও অনেক ভিডিওর লিংক দেখা যায়। এ ব্যাপারটি
বাদ দিতে চাইলে ওই ভিডিও লিংকের শেষে (এমবেড কোড) ?rel=0 লেখাটি যোগ করে
দিন।
পুনরায় ভিডিও দেখা
প্রিয় কোনো গানের
ভিডিও যদি বারবার দেখতে চান, তাহলে ব্রাউজারের ঠিকানায় ওই লিংকে youtube
লেখাটার পরে repeater শব্দটি যুক্ত করে এন্টার করুন। এভাবে অন্য আরেকটি
ওয়েবসাইটে চলে গেলেও ভিডিও যতবার ইচ্ছা ঘুরিয়ে-ফিরিয়ে দেখতে পারবেন।
সহজে ভিডিও খোঁজ করা
ইউটিউবে
থেকে ভিডিও খোঁজার তালিকাটা আরও ছোট করে আনা যায় কয়েকটা মাত্র অতিরিক্ত
শব্দ যোগ করেই। অনুসন্ধানে যদি প্রয়োজনীয় শব্দের সঙ্গে HD লিখে খোঁজ
করেন, তাহলে হাই-ডেফিনেশন ভিডিওর তালিকা পাবেন, 3D লিখলে ত্রিমাত্রিক
বিষয়বস্তুর দেখা মিলবে। একইভাবে long লিখলে ২০ মিনিটের চেয়ে বড়
দৈর্ঘ্যের, short লিখলে চার মিনিটের চেয়ে কম এমন ভিডিও খুঁজে পাওয়া যাবে।
আমার সাথে যোগাযোগের মাধ্যম :
FB ID : খন্দকার ইলিয়াস আহমেদ রাসেল
FB Page : খন্দকার কম্পিউটার টেকনোলজি
Khandaker Computer Technology
Information of Technology
Monday, September 8, 2014
Friday, August 22, 2014
জেনে নিন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কিছু কম্পিউটার তথ্য
প্রিয় বন্ধুরা আমরা জানি যে, কম্পিউটার বর্তমান সময়ের সবচেয়ে কল্যাণকর ও
জনপ্রিয় প্রযুক্তি। এজন্য বর্তমান যুগকে বলা হয় কম্পিউটারের যুগ।
সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও কম্পিউটার প্রযুক্তির দ্রুত
প্রসার ঘটে চলেছে। কম্পিউটার বিষয়ে জানা এবং
কম্পিউটার ব্যবহারে কারোরই আগ্রহের কমতি নেই। তবে মাঝে মাঝে যখন কাউকে
কম্পিউটার বিষয়ক কোন প্রশ্ন করি বেশির ভাঘই উত্তর দিতে ব্রেনের ঘাম কপালে
বের করে পেলে। তাই আমার সকল বন্ধুদের জন্য নিছে কিছু কমন থিউরি উপস্থাপন
করার চেষ্টা করেছি। আশা করি থিউরিগুলো থেকে আপনারা উপকৃত হবেন।
প্রশ্নঃ কম্পিউটার কি?
উত্তরঃ কম্পিউটার একটি ইলেকট্রনিক
যন্ত্র। যা মানুষের দেয়া তথ্য যুক্তিসংঙ্গত নির্দেশের ভিত্তিতে অতি্দ্রুত
এবং নির্ভূলভাবে গণনা ও সম্পাদন সহ সঠিক ফলাফল প্রদান করতে পারে। তবে
বর্তমানে কম্পিউটার শুধু গণনা কাজেই নয়, প্রায় সব ধরনের কাজে ব্যবহৃত হয়।
যেমনঃ লেখাপড়া করা, মদ্রণ করা, তথ্য সংরক্ষন করা, গান শোনা, সিনেমা দেখা,
খেলা করা, টেলিফোন করা, দেশ-বিদেশের সাথে তথ্য আদান-প্রদান করা ইত্যাদি।
প্রশ্নঃ কম্পিউটার শব্দের অর্থ কি?
উত্তরঃ কম্পিউটার (Computer) শব্দটির
উৎপত্তি ল্যাটিন কমপুটেয়ার (Computare) থেকে যার অর্থ গণনা করা। সে হিসেবে
কম্পিউটার অর্থ গণনাকারী যন্ত্র।
প্রশ্নঃ কম্পিউটারের বৈশিষ্ট্য কি?
উত্তরঃ কম্পউটার একটি বহুবিধ
বৈশিষ্ট্যসম্পন্ন ইলেকট্রনিক যন্ত্র। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলঃ
নির্দেশনা অনুযায়ী কাজ করা, দ্রুতগতি, নির্ভূলতা, ক্লান্তিহীনতা,
বহুমুখীতা, স্মৃতিতে সংরক্ষণ ক্ষমতা, কাজের সূক্ষ্মতা, সহনশীলতা ইত্যাদি।
প্রশ্নঃ কম্পিউটার কে আবিস্কার করেছেন?
উত্তরঃ কম্পিউটার উদ্ভাবনের কৃতিত্ব কোন
একক ব্যক্তির নয়। যুগ যুগ ধরে বিভিন্ন দেশের অজস্র বিজ্ঞানী ও উদ্ভাবকের
সম্মিলিত প্রচেষ্টার ফসল কম্পিউটার। এ প্রচেষ্টায় ইংল্যান্ডের গণিতবিদ
চার্লস ব্যবেজ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন বলে তাঁকে একজন খামখেয়ালি ও
বাতিকগ্রস্ত মানুষ মনে করা হলেও তাঁর ধারণা ও পরিকল্পনার জন্য তিনি আধুনিক
কম্পিউটারের জনক হয়ে আছেন।
প্রশ্নঃ কম্পিউটার হার্ডওয়্যার বলতে কি বুঝায়?
উত্তরঃ কম্পিউটারের যান্ত্রিক অংশসমূহকে
হার্ডওয়্যার বা যন্ত্রসামগ্রী বলা হয়। হার্ডওয়্যার বা যন্ত্রাংশসমূহ
পরিচালনার জন্য উপযুক্ত সফ্টওয়্যার বা প্রেগ্রামসামগ্রীর প্রয়োজন হয়।
হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের সম্মিলিত কার্যকলাপের মাধ্যমে কম্পিউটার কাজ
করে থাকে। এদের একটি ছাড়া অন্যটি কিছু করতে পারে।
প্রশ্নঃ অপারেটিং সিস্টেম বলতে কি বুঝায়?
উত্তরঃ কম্পিউটারের নিজস্ব অভ্যন্তরীণ
কার্যপ্রণালীর নিয়ন্ত্রন ও পরিচালনার কাজে ব্যবহৃত সফ্টওয়্যারকে অপারেটিং
সিস্টেম বলা হয়। অপারেটিং সিস্টেম মূলত কম্পিউটারের অভ্যন্তরে ব্যবহারকারীর
কাজের পরিবেশ সৃষ্টি করে এবং ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই কম্পিউটারকে
অনবরত চালু রাখতে সহায়তা করে।
প্রশ্নঃ ইন্টারনেট কি?
উত্তরঃ ইন্টারনেট হচ্ছে পৃথিবী জুড়ে
বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমবায়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা।
ইন্টারটের মাধ্যমে এক নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারের সাথে ভিন্ন
নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারের সাথে যোগাযোগ ব্যবস্থাকে ইন্টারনেটওয়ার্কিং
(Internetworking) বলা হয়। সে হিসেবে ইন্টারনেটকে নেটওয়ার্কের নেটওয়ার্ক
বা ইন্টারনেটওয়ার্কও বলা হয়।
সময়ের সল্পতার কারনে অল্প কিছু তথ্য দেয়া
হয়েছে। আপনাদের মতামত পেলে আরো বিস্তারিত লেখার চেষ্টা করবো। সুতারাং মতামত
দিতে ভুলবেন না যেন।
খন্দকার ইলিয়াস আহমেদ রাসেল
পরিচালক
খন্দকার কম্পিউটার টেকনোলজি
উপজেলা পুকুরপাড়, কলমাকান্দা, নেত্রকোণা।
ফেইসবুক আইডিঃ https://www.facebook.com/RaselKhandker.bd
ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/kct.bd
ওয়েবসাইটঃ https://www.kctbd.blogspot.com
Thursday, August 21, 2014
6 Insider Tips to Succeed as a Freelancer
Two years ago, Darja Gutnick
started her own company, grew it internationally and invested all her
effort into it before she chose to shut it down. After an experience
that had brought her so much responsibility and knowledge in a short
time span, she didn’t want to return to a different company as an
employee. Instead, she became a freelancer. With a Masters Degree under
her belt and a PhD in Organizational Behavior underway, Gutnick now
offers services in founder consulting, management diagnostics and
business development.
In the following post, Gutnick gives valuable tips based on her freelancing experience for anyone who is currently self-employed or considering it.
In the following post, Gutnick gives valuable tips based on her freelancing experience for anyone who is currently self-employed or considering it.
Although not all of us are aware of it, we’re in the middle of a dramatic change towards a “naked economy”.
Life-long employment is an artifact of the old (but not necessarily
better!) days. In the EU, 14.5% of the workforce fell into the category
“self-employed” in 2010. In the US, every 3rd person was self-employed
in 2006, and forecasts
predict this will increase to 40% by the year 2020. Tuning into this
trend, my experience as an entrepreneur pushed me to become a freelance
business consultant. In the following, I summarize the most important
takeaways I gathered as a freelancer. I hope they’ll give you a good
idea of what to expect when you “run wild”.
Retrieve Deleted Facebook Messages,Photos and Videos
Hey guys apologize for not updating Smarttricks with Fresh Content
Regularly in Recent times. But there is a Good News, because i am back
with yet another Facebook Trick. Today we will see How to Recover deleted facebook messages,Photos and Videos and much more on facebook.
Basically its a Facebook Feature which not many people are aware of and hence i will be writing this tutorial to let you guys know about this amazing feature/Trick that Facebook Provides.
Many a times We Delete Messages,Photos or Vidoes from our profile which is not intentional but once we do , we can not undo it. and its gone forever.
But wait, There is a saying: Nothing is Lost, until MOM can’t find it, Likewise in this case even if you delete anything from your facebook account, you can get it back. Facebook have all your data in their archive which you can download too.
Basically its a Facebook Feature which not many people are aware of and hence i will be writing this tutorial to let you guys know about this amazing feature/Trick that Facebook Provides.
Many a times We Delete Messages,Photos or Vidoes from our profile which is not intentional but once we do , we can not undo it. and its gone forever.
But wait, There is a saying: Nothing is Lost, until MOM can’t find it, Likewise in this case even if you delete anything from your facebook account, you can get it back. Facebook have all your data in their archive which you can download too.
Subscribe to:
Posts (Atom)